ঠান্ডায় কানে ব্যথা হলে করণীয় কি জেনে নিন

ঠান্ডায় কানে ব্যথা হলে করণীয় কি এ বিষয়টি সম্পর্কে যদি আপনার না জানা থাকে তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। কারণ আজকে আমরা এই বিষয়টি সঠিকভাবে এই আর্টিকেল এর অংশটুকুতে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা আপনাদের সুবিধার্থেই এ বিষয়টি নিয়ে নিচে সঠিকভাবে বিস্তারিত আলোচনা করা হলো।
ঠান্ডায়-কানে-ব্যথা-হলে-করণীয়-কি-জেনে-নিন
যদি আপনারা সম্পূর্ণ আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে আশা করি আপনারা বাচ্চাদের কানে ব্যথা হলে করণীয় কি, বাচ্চাদের কানে ব্যথা হলে দোয়া, কানের ব্যাথার ওষুধের নাম, কানের ব্যথা ঘরোয়া চিকিৎসা সহ যাবতীয় বিষয়গুলো সঠিকভাবে জেনে যাবেন।

ভূমিকা

ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকেরই কানের ব্যথা হয়ে থাকে। ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষেরই এ ধরনের সমস্যা বেড়েই চলেছে। তবে এটি একটি সাধারণ সমস্যা হলেও দীর্ঘ সময় ধরে থাকাও সঠিক নয়। যত দ্রুত সম্ভব ডাক্তারের চিকিৎসা গ্রহণ করে এর সঠিক সমাধান করে যেতে হবে। তবে আজকে আমি এই আর্টিকেলে ঠান্ডায় কানে ব্যথা হলে করণীয় এবং কানের ব্যাথার ঔষধের নাম সহ আরো বিভিন্ন বিষয়ে সঠিকভাবে আলোচনা করেছি। আশা করি আপনারা সকলেই এ বিষয়গুলো সঠিকভাবে জেনে যাবে। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।

কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা

আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা কানের ব্যথা দূর করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেন। শীতকাল আসলেই অল্প ঠান্ডা লাগলেই অনেকেরই কানে ব্যথা সমস্যায় ভোগেন। এই ব্যথাটি কান থেকে সরাসরি মাথায় ছড়ায়। তাই কানের যন্ত্রণায় কষ্ট না পেয়ে খুঁজে দেখুন রান্নাঘরে সমাধান রয়েছে সেখানে। তাহলে চলুন জেনে নিন কানের ব্যথায় ঘরোয়া চিকিৎসা।

রসুনঃ রসুন কানের ব্যথা সহ আরো বিভিন্ন ধরনের ব্যাথা উপশমের অনেক বেশি কাজ করে। তাই প্রথমে আপনাকে দুই টেবিল চামচ তিলে তেল এবং এক চামচ খেত করার ওষুধ ফুটিয়ে নিতে হবে। এরপর সেই তেল ঠান্ডা করে ব্যথা স্থানে দুই থেকে তিন ফোঁটা ঢালুন। আশা করি অনেক উপকার পাবেন।

অলিভ অয়েলঃ কানের ব্যথা সারাতে অনেক বেশি কাজ করে অলিভ অয়েল। যদি আপনার কানে ব্যথা করে তাহলে তিন থেকে চার ফোটা অলিভ অয়েল কানে ঢেলে দিন। অথবা চাইলে অলিভ অয়েল কটন বাট ভিজিয়ে কানের ফুটোয় কিছুক্ষণ চেপে রাখুন। আশা করি ভালো ফলাফল পাবেন।

আদাঃ আদতে রয়েছে বিশেষ একটি প্রাকৃতিক গুনাগুন।এদা অন্যান্য সমস্যা দূর করার পাশাপাশি কানের ব্যথা সমস্যা ও দূর করতে সাহায্য করে। যদি আপনি আদা থেঁতো করে রস বের করে কানে ঢেলে দিতে পারেন তাহলে আপনার ব্যাথা অনেকটাই আরাম পাওয়া যাবে। অথবা আপনি চাইলে দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে পাশ থেকে দশ মিনিট রাখার পর কানে ঢালুন আশা করি তাতেও উপকার পাবেন।

পেঁয়াজঃ পেঁয়াজ চুলের জন্য বিশেষ কার্যকারী একটি উপাদান। তবে এই পেঁয়াজের রস হালকা ভাবে গরম করে নিয়ে দুই থেকে তিন ফোঁটা কানে ঢাললে অনেক উপকার পাওয়া যাবে। এছাড়াও পেয়াজ ছোট করে পাতলা কাপড়ে জড়িয়ে কানের চেপে ধরলেও আরাম পাওয়া যাবে।

পেপারমিন্টঃ যদি আপনার কানে ব্যথা হয় তাহলে পুদিনা পাতার রস ড্রপার করে কানে দিতে পারলে অনেকটা আরাম পাওয়া যাবে। অথবা আপনি চাইলে পেপারমিন্ট অয়েল তুলল ভিজিয়ে কাজের চারপাশে লাগিয়ে রাখলেও অনেকটা আরাম পাওয়া যাবে।

নিমপাতাঃ নিম পাতার রস বের করে ড্রপার দিয়ে আপনার কানে ঢালে কানের ব্যথা অনেকটা আরাম পাওয়া যায়। অথবা আগের মত করেই নিম তেলে কটন বাড ভিজিয়ে কানে চেপে ধরে রাখলেও অনেকটা আরাম পাওয়া যায়।

তুলসীঃ যদি আপনার কানে ব্যথা হয় তাহলে তুলসী পাতা বেটে রস বের করে এই রস তিন থেকে চার ফোঁটা কানে ঢালুন আশা করি অনেক উপকার পাবেন। এটি মূলত দিনে দুইবার করলেই যথেষ্ট।

জোয়ানঃ তিন চামচ তিল এবং এক চামচ জুয়ান তেল একসাথে মিশ্রণ করুন এরপর মিশ্রণ করা কয়েক ফোঁটা তেল কানে ঢালুন আশা করি উপকার পাবেন। এছাড়াও দুই টেবিল চামচ সরিষার তেল, আধ চা চামচ জোয়ান এবং দুই কোয়া রসুন একসঙ্গে মিশ্রণ করে। তারপর কিছুক্ষণ পর লাল হয়ে গেলে ড্রপার দিয়ে কানে ঢালুন আশা করি উপকার পাবেন।

প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন। মূলত এভাবেই সঠিক পদ্ধতিতে যদি আপনি উপরে উল্লেখিত বিষয়গুলো অবলম্বন করতে পারেন তাহলে আশা করি আপনি ঘরোয়া ভাবেই কানের ব্যথা সমস্যা ঠিক করতে পারবেন।

কানের ব্যাথার ড্রপের নাম

অনেক রোগীরা রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘরা পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও কানের ব্যথা কমেন আসতে পারছেন না। সে ক্ষেত্রে কানের ব্যথা কমিয়ে নিয়ে আসার জন্য কানের ড্রপ ব্যবহার করা যেতে পারে। যা কানের ব্যথা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে অনেক বেশি সাহায্য করবে। 

তবে আপনারা যদি কানের ড্রপ ব্যবহার করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনারা সকলেই ডাক্তারের পরামর্শ নিবেন। এরপর কানের ব্যথার জন্য কোন ড্রপ ভালো তা ডাক্তার দেখে দেবেন। তবে সাধারণত কানের ব্যথা দূর করার জন্য যে ড্রপগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ড্রপ হল

  • ওটিফ্লক্স ইয়ার ড্রপ
  • ওটোলাক্স ও ইয়ার ড্রপ
  • ওটো-স্যাপ ইয়ার ড্রপ
  • বেস্টোফ্লক্স সি আই ইয়ার ড্রপ
  • ওফোডল ইয়ার ড্রপ, ইত্যাদি।
মূলত এই সকল ড্রপগুলো যদি আপনারা ডাক্তার পরামর্শ মোতাবেক নিয়ম ঠিকভাবে রেখে ব্যবহার করতে পারেন তাহলে আশা করি আপনাদের কানের ব্যথা খুব সহজেই অনেকটাই কমে যাবে বলে আশা করা যায়। তাই আপনাদের যাদের কানের ব্যাথার সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ড্রপগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন।

ঠান্ডায় কানে ব্যথা হলে করণীয়

আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ঠান্ডায় কানে ব্যথা হলে করণীয় কি কি তা নিয়ে। শীতের সময়ে জ্বর সর্দি গলা ব্যাথা সহ কানের ব্যথা এগুলো সাধারণভাবে প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে রাতে ঘুমানোর সময় হঠাৎ করে ঘুমের মধ্যেই কারে প্রচন্ড আকারে ব্যথা শুরু হয়েছে। 

শিশু থেকে শুরু করে প্রত্যেকটা সমবয়সী মানুষেরা এ সমস্যায় ভুগছেন। মধ্যকর্ণের এমন সংক্রমণকে চিকিৎসা বিজ্ঞানের ভাষার বলে ‘অটাইটিস মিডিয়া’। মধ্যকর্ণে সংক্রমণের কারণে আপনার কানের পর্দা ফুলে গিয়ে আশঙ্কা ভাবে ব্যাথা শুরু হতে পারে। এছাড়াও যদি আপনার দীর্ঘদিন কানের মোবাইল ফোন নিয়ে কথা বলেন কিংবা ব্যবহার করেন অথবা হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করেন সেটার কারণেও কানে ব্যথা হতে পারে। 

এছাড়াও চশমার ডাটি কানে চেপে বসার কারণেও অনেক মানুষেরই কানে ব্যথা হতে পারে। তাই এই ধরনের সমস্যা যদি পড়ে থাকেন তাহলে গরম তেল অনেকেই দেন যা মোটেও দেওয়া ঠিক নয়।কারণ কানের মধ্যে গরম তেল দিলে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়ে শ্রবণ ক্ষমতার নষ্ট হয়ে যাওয়ার অনেক বড় ধরনের ঝুঁকি থাকে। 

তাই যদি আপনার ঠান্ডায় কানে ব্যথা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। কারণ একমাত্র ডাক্তার আপনার কানের ব্যথা সমস্যা বের করে সঠিক চিকিৎসা দিতে পারবেন। চিকিৎসকরা আপনার অবস্থা বুঝে এন্টিবায়োটিক দিয়ে থাকেন। তবে এটা সম্পূর্ণ রোগের উপর নির্ভর করছে।

কানের ব্যাথার ঔষধের নাম

সাধারণত কানের ব্যাথার জন্য অনেক মানুষ বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন আবার কেউ কেউ এটি গুরুত্বই দেন না। তবে এই ধরনের ছোটখাট সমস্যাই বাইরের দেশের ওষুধের প্রয়োজন পড়ে না। বাংলাদেশেই এ সমস্যার সমাধান করা যায়। বর্তমানে বাংলাদেশে কান ব্যথা খুব সহজেই অনেকটা কমিয়ে নিয়ে আসার মত অনেক ধরনের ওষুধ রয়েছে যেগুলো খাওয়ার ফলে আপনার কানের ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। কিন্তু যারা ভাল ডাক্তার রয়েছেন তারা সব সময় কান ব্যথা দূর করার জন্য কিছু ওষুধ দিয়ে থাকেন যেমন-

নরলক্স টি জেড ট্যাবলেট (Norlox TZ Tablets)

নরফ্লোওক টি জেড (Norfolk TZ)

নর্স্টা‌র টি জেড ট্যাবলেট (Norstar TZ Tablets)

সাধারণত ডাক্তারগুলো কানের ব্যথা দূর করার জন্য এই ধরনের ওষুধ গুলো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যা খুব সহজে কান ব্যথা কমেনে এসছে অনেক বেশি সাহায্য করবে। এছাড়াও আপনি চাইলে কান ব্যাথা দূর করার জন্য সিপ্রসিন ৫০০ এমজি এর ট্যাবলেট সেবন করতে পারেন। তবে আবার কিছু ডাক্তার রয়েছে কান ব্যথা দূর করার জন্য প্যারাসিটামল বা আইবুপ্রফেন নামক ওষুধটি সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকেন।

বাচ্চাদের কানে ব্যথা হলে করণীয়

সাধারণত বাচ্চাদের একটি সাধারণ সমস্যা হল কান ব্যথা। এই কান ব্যথা সমস্যার কারণে কম বেশি অনেক কিছুই দীর্ঘ সময় ধরে কাঁদতে দেখা যায়। এতে করে শিশুর মা বাবা অনেক বেশি ঘাবড়ে যান কিন্তু ঘাবড়ে না গিয়ে যদি এর সমস্যার সঠিক সমাধান খুঁজে নেই তাহলে এটি বুদ্ধিমানের কাজ করে পরামর্শ দিচ্ছেন অনেক চিকিৎসকরা।

বিশেষজ্ঞ বলেছেন যদি আপনার শিশুর কানে ব্যথা হয় তাহলে তার পিছনে লুকিয়ে থাকতে পারে অসংখ্য কারণ। এদের পিছনে লুকিয়ে থাকতে পারে বিভিন্ন ধরনের অসুখের আশঙ্কা। তাই যখনই আপনার বাচ্চার এ ধরনের উপসর্গ দেখা দেয় তখনই দ্রুত প্রয়োজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করার।

অনেক শিশুদের ছত্রাক জাতীয় জীবাণু অত্যাধিক কানের ময়লা পরিষ্কার করার জন্য আবার কখনো কখনো বিভিন্ন ধরনের সংক্রমণের কারণেও কানের ব্যথা হয়ে থাকে। এছাড়াও অনেক শিশুদের টনসিলের সমস্যা সর্দি কাশির কারণে কিংবা কানের ভেতরে ফোড়া কানের ভেতরে পানি ঢোকা ইত্যাদির সমস্যার কারণে কান ব্যথা হয়ে থাকে। 

তবে এ ধরনের সমস্যাই প্রথমে আপনার শিশুকে অবশ্যই ঠান্ডা লাগা থেকে দূরে রাখতে হবে এবং শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। পাশাপাশি সঠিক সময়ে খাবার খাওয়াতে হবে এবং শিশুর সামনে কখনোই ধূমপান করা যাবে না। এগুলো করার পাশাপাশি ঝটপট শিশুর কাদের ব্যথা কমিয়ে নিয়ে আসতে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করতে পারেন যেমন অলিভ অয়েল নারকেল সরিষার তেল।

এই তেল গুলো প্রয়োজন অনুযায়ী ঠান্ডা ও গরম সেক করে শিশুর কানে ব্যবহার করতে হবে। তাহলে এতে করে শিশুর কানের ব্যথা অনেকটাই রেহাই পাবে। তবে আপনারা যারা ঘরোয়া পদ্ধতিতে এভাবে কাজ করে ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে পারেন।

বাচ্চাদের কানে ব্যথা হলে দোয়া

প্রত্যেকটা মানুষেরই কানের ব্যথা দূর করার জন্য আল্লাহতালা একটি দোয়া নাযিল করেছেন। তাই আপনাদের সুবিধার্থে আজকে আমি সেই দোয়াটি সম্পর্কে নিচে আলোচনা করব। আপনাদের যাদের কিংবা বাচ্চাদের কানের ব্যথা হলে দোয়ার যেটি করবেন সেটি হলো

উচ্চারণঃ আউজু বি-ইজ্জাতিল্লহি-ওয়া কুদরাতিহি-মিন শাররি মা-আজিদু ওয়া উহাজিরু।

বাংলা অর্থঃ আল্লাহর নামে-আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার অসিলায়-আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি। (আমিন)

লেখকের মন্তব্যঃ ঠান্ডায় কানে ব্যথা হলে করণীয় কি জেনে নিন 

প্রিয় পাঠক আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনারা সকলেই ঠান্ডায় কানে ব্যথা হলে করণীয় এবং কানের ব্যাথার ঔষধের নাম সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন। কানের ব্যথা দূর করার জন্য অবশ্যই যে যে করণীয় উপরে উল্লেখিত আর্টিকেলে দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। এছাড়াও কানের ব্যাথার জন্য যে ওষুধগুলোর নাম দেয়া হয়েছে সেগুলো ডাক্তার পরামর্শ অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনার কানের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাহ্ফুজ আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url