পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম সম্পর্কে বিস্তারিত জানুন
পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম সম্পর্কে বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আজকের আমাদের মূল আলোচনার প্রেক্ষাপট। সাথেই আপনাদের জন্য এই আলোচনায় আরও থাকছে, গাড়ির মালিকানা পরিবর্তন চেক সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই আজকের পোস্টের সাথে থাকুন এবং পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন যেন পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন সম্পর্কিত বিশদ তথ্য পেতে পারেন।
নিজস্ব কিংবা কর্মক্ষেত্রে গাড়ি বা বাইক ব্যবহার করলে এর লাইসেন্সের সাথে মালিকানা পত্র প্রয়োজন হয়। বিশেষ করে যখন গাড়ি প্রথম পক্ষ থেকে দ্বিতীয় পক্ষের ক্ষেত্রে হস্তান্তর করা হয় তখন এর মালিকানা পরিবর্তিত তথ্য উপস্থাপন করে গাড়ির মালিকানা পরিবর্তন চেক প্রমাণ সাপেক্ষে রাখা হয়। তাই আজকের পোস্টে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম সহ এই যাবতীয় তথ্য সম্পর্কে বিশদভাবে সকল কিছু আপনাদের জানানোর চেষ্টা করব।
ভূমিকা
গাড়ির মালিকানা বলতে বোঝায় এর নিরাপত্তার জন্য ঐচ্ছিকভাবে গাড়ির নিবন্ধন করা যেখানে গাড়ির অধীনস্থ ব্যক্তির তথ্য ও দায়বদ্ধতা উল্লেখ থাকে। প্রায়ই নিজ ভূখণ্ডের কিংবা আঞ্চলিক সংস্থা দ্বারা প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে গাড়ির মালিকানার কিংবা নিবন্ধন পত্র বা পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম তৈরি করা হয়। আজকের পোস্টে আমরা জানব, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন, গাড়ির মালিকানা পরিবর্তন না করলে কি হয়, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফি, মালিকানা পরিবর্তন চুক্তিপত্র, বাইকের মালিকানা পরিবর্তনের নিয়ম এবং গাড়ির মালিকানা পরিবর্তন চেক সম্পর্কে।
পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন
বাংলাদেশের সড়ক পরিবহন আইনের অধীনে থেকে সড়কে নিজস্ব কিংবা কর্তৃপক্ষের গাড়ি বা মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই গাড়ির বা মোটরসাইকেলের নিবন্ধন পত্রসহ, চালানোর লাইসেন্স ও মালিকানা হস্তান্তরের প্রমাণ থাকা জরুরী। মূলত গাড়ির নিবন্ধন বলতে বোঝায় ঐচ্ছিক ভাবে কিংবা আবশ্যকীয় ভাবে শ্বাশনিকভাবে দায়িত্বপূর্ণ পদ সংক্রান্ত কর্তাব্যক্তি বা শাসকগোষ্ঠীর নিকট গাড়ি তালিকা ভুক্ত করণ করা।
সরকারিভাবে গাড়ির এই তালিকা ভুক্ত করার প্রক্রিয়ার মাধ্যমে গাড়ি এবং চালক উভয়ের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান হয়। অর্থাৎ গাড়ির এই নিবন্ধন বাহন এবং বাহানের অধিকারীর মধ্যে সংযোগ স্থাপন করবে। অর্থাৎ, সহজভাবে এটি পুরাতন মালিক হতে পরিবর্তিত হয়ে গাড়ির নতুন মালিকের কাছে গাড়ির হস্তান্তর পদ্ধতির সর্বশেষ ধাপ।
বিশেষ করে পুরাতন গাড়ি ক্রয় করার পরে এই গাড়িটি পূরণ হলেও এর মালিক নতুন হওয়াতে কিছু প্রক্রিয়া অবলম্বন করার পরে গাড়ির মালিকানা পাওয়া যায়। অনেক সময় গাড়ির মালিকের চিরতর ও স্থায়ী অনুপস্থিতির কারণে গাড়ির মালিকানা পরিবর্তন করা হয় এবং সেক্ষেত্রেও পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের পদক্ষেপটি গ্রহণ করা হয়।
এতে করে কেবল মালিকানাধীন কিংবা নিবন্ধনীকৃত গাড়ি গুলোর জন্য নিবন্ধনী নম্বর প্রদান করা হয় যা সড়কে চলমান গাড়ির মধ্যে গাড়িটিকে এবং গাড়ির মালিক কে সড়ক পরিবহন আইনের অধীনস্থ প্রমাণ করে। তাই পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন করা জরুরি। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন করার জন্য কিছু জরুরী দলিল সাথে রাখা দরকার। ক্রয় ব্যতীত পুরাতন গাড়ির মালিকানা নাম পরিবর্তন ব্যতীত গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য দরকারি দলিলের তালিকা নিম্নে দেয়া হলো।
- TO' এবং 'TTO' ফরম তথা মালিকানা হস্তান্তর ফরম এবং হস্তান্তরকারী দ্বারা মালিকানা হস্তান্তর ফরম অর্থাৎ পুরনকৃত এবং স্বাক্ষর করা পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম ক্রেতার পক্ষ হতে জমা দিতে হবে।
- গাড়ির মালিকানা পরিবর্তন কি বাবদ অন্যান্য দরকারি ফি ক্রেতা কর্তৃক জমা করতে হবে।
- ব্যক্তি নিজস্ব উদ্দেশ্যে গাড়ি কিনলে তার টিআইএন সার্টিফিকেট বা কর সনাক্তকরণ সার্টিফিকেটের যাচাইকৃত অনুলিপি প্রদান করতে হবে।
- ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ হতে গাড়ির মূল নিবন্ধনের সার্টিফিকেট ক্রেতা কর্তৃক জমা দিতে হবে।
- গাড়ির ক্রেতাকে বিচারালয় সম্বন্ধীয় নয় এমন সাধারণ একটি স্ট্যাম্পে ছবিসহ হলফনামা জমা করতে হবে।
- ক্রেতার তিন টি স্ট্যাম্প আকৃতির ছবিসহ যাবতীয় তথ্য যেমন, নমুনা স্বাক্ষর, বাংলা ও ইংরেজি ভাষায় নাম ও অভিভাবকের পরিচয় সহ ইত্যাদি প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। তবে কোন সংস্থা কর্তৃক সেই সংস্থার নামে গাড়ির মালিকানা পরিবর্তিত হলে একক ব্যক্তির হলফনামা ছাড়া বাকি সকল তথ্যই চিঠি আকারে প্রদান করতে হবে।
- এছাড়াও পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম বাস্তবায়িত করার জন্য পুরাতন গাড়ির বিক্রেতাকেও কিছু দরকারি কাগজপত্রাদি এবং তার নিজস্ব কিছু ছবিসহ, গাড়ির হলফনামা, 'TTO' ফরম, প্রয়োজনীয় স্বাক্ষর ও অন্যান্য প্রয়োজনীয় দলিলের অনলিপি প্রদান করতে হবে।
- ক্রয় বিক্রয় ব্যতীত পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ও উত্তরাধিকারীর চক্রে পাওয়া পুরাতন গাড়ির ক্ষেত্রে উপরোক্ত প্রয়োজনীয় দলিলের সাথে বিক্রেতার দলিলের বদলে প্রথম মাধ্যম বা ওয়ারিশের প্রয়োজনীয় সকল সনদপত্র এবং স্থানীয় সরকারের দেয়া উত্তরাধিকারী সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় স্বাক্ষর ও ব্যক্তিগত তথ্যসমূহ পূরণের মাধ্যমে মালিকানা পরিবর্তনের ফরম পূরণ করে পুরাতন গাড়ির নতুন মালিকানা প্রাপ্তির ফরম গঠন করা হয়।
গাড়ির মালিকানা পরিবর্তন না করলে
গাড়ির মালিকানা পরিবর্তনের মাধ্যমে ক্রেতা পুরাতন গাড়ি হস্তান্তর গ্রহণ না করলে গাড়িটি সরকারি নিবন্ধন প্রাপ্ত হয় না। যেহেতু সড়কে যেকোনো যানবাহন চালানোর জন্য যানবাহনের পরিচয় পত্র তথা নিবন্ধনীকরণ পত্র সমূহ যা পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম পূরণ করার মাধ্যমে প্রাপ্ত হয় সেই বাহনের আইনগত বৈধতা প্রমাণ করে তাই নিবন্ধনহীন গাড়ি সড়কে চলাচল করালে গাড়িটি আইনসম্মত বৈধতা প্রাপ্তি সহকারে চলে না।
এতে গাড়ির মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর হওয়ার পূর্বেই সড়কে চালালে সড়ক পরিবহন আইন ভঙ্গ করা হয়। তাই পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন না করে ক্রেতা যখন গাড়িটি সড়কে নিয়ে আসেন তখন এটি সড়ক পরিবহন আইন অনুসরণ করে ২০১৮ এর আইনের ৭৪ ধারা সীমানায় আইন লংঘনকারী প্রমাণিত হয়।
বিনা মালিকানার গাড়ি ব্যবহারের সড়ক পরিবহন আইন লংঘন করার অপরাধ হিসেবে গাড়িটির অলিখিত মালিককে প্রায় ৩০ দিনের কারাবাস অন্যথায় ৫ হাজার জরিমানা নিয়ে দণ্ডপ্রাপ্ত বা শায়েস্তা প্রাপ্তির নিয়ম রয়েছে। তাই নতুন কিংবা পুরাতন গাড়ি নতুন মালিক অধীনস্থ হলে অবশ্যই গাড়িটির মালিকানা পরিবর্তন করে রাখতে হবে।
পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম
পুরাতন গাড়ির বাণিজ্যে ক্রয় ও বিক্রয়ের প্রসঙ্গে কিংবা উত্তরাধিকারী চক্রে পাওয়া পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন আবশ্যকীয় বিষয়। পুরাতন গাড়ি ক্রয় করে তার মালিকানা পরিবর্তন না করেই পুরাতন গাড়িটির ব্যবহার চালিয়ে গেলে আইনত নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সম্ভাবনা থাকে। তাই পুরাতন গাড়ি ক্রয় পরবর্তী সময়ের মধ্যেই গাড়িটির মালিকানা পরিবর্তন করে নেয়া জরুরি।
মালিকানা পরিবর্তনের ফরম পূরণ করতে ২৫০ টাকা ব্যয় করে সাধারণ একটি স্ট্যাম্প কাগজ, গাড়ি ক্রয় প্রমাণ(দলিল), মালিকানা পরিবর্তনের ফরম সংগ্রহ করতে হবে। মালিকানা পবর্তনের জন্য প্রথমেই প্রয়োজনীয় কিছু নথিপত্রের অনুলিপি, ক্রেতা ও বিক্রেতা উভয়ের কিছু কপি ছবি, ক্রেতা বিক্রেতা উভয়ের পক্ষ হতে স্বাক্ষরিত ও পূরণকৃত গাড়ির মালিকানা হস্তান্তরের দলিল ইত্যাদি যাবতীয় সকল তথ্য প্রদানের প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
পরবর্তীতে সংশ্লিষ্ট সংস্থার বা বি-আর-টি-এ অফিসের সহায়তায় সরকারি অনুমোদনের মাধ্যমে গাড়ির মালিকানা পরিবর্তনের আবেদন করার পর অনুমোদন পাওয়া যায়। এক্ষেত্রে ক্রয় বিক্রয়ের মাধ্যমে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন এবং উত্তরাধিকার সূত্র পাওয়া পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য ফরম পূরণের প্রয়োজনীয়তায় কিছুটা ভিন্নতা রয়েছে। পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন না করলে সড়ক পরিবহন আইনের বিরোধিতার সাথে গাড়ির বর্তমান মালিকের পরিচয় পূর্ববর্তী মালিকের পরিচয়েই থেকে যায়।
তাই লিখিতভাবে পরিবর্তন আনা জরুরী। ধরা যাক, পুরাতন গাড়ি ক্রয়ের পর ক্রেতা গাড়ির মালিকানা পরিবর্তন করে হলফনামায় নিজের নাম জড়িত না করলে এই গাড়ির দরুন ঘটা সকল ঘটনার দায়ভার পুরাতন মালিকের উপর থাকবে। কারণ পুরাতন মালিক যতক্ষণ পর্যন্ত ক্রেতার কাছে নতুন মালিকানা হস্তান্তর করেন না ততক্ষণ পর্যন্ত আইনত সকল দায়ভার দলিলে উল্লেখিত মালিকের দায়িত্বেই থাকে।
পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফি
পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন করতে হলে এর ফরম বাবদ অন্যান্য কাগজপত্র জমা ও করা বরাহ করার খরচসহ মালিকানা পরিবর্তনের ফরম পূরণের খরচ প্রদান করতে হয়। গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য মালিকানা পরিবর্তন খরচের সাথে প্রতিলিপি ফি, অনলাইনে নিবন্ধনের সার্টিফিকেট ফি ও অন্যান্য অনুপূরক কর্তব্যের খরচ ও সকল খরচ সমূহের ভ্যাট পৃথকভাবে সংযুক্ত করা হয়। গাড়ির সিসি অনুযায়ী চলমান বছরের গাড়ি পরিবর্তনের ফি'র তালিকা নিম্নে দেয়া হলো।
- যে সকল পুরাতন গাড়ি ০০-৬০০ সিসির হয় সেগুলোর মালিকানা পরিবর্তনের মোট ফি ৭,৮২০ টাকা এবং মালিকানা পরিবর্তনের খরচে যাবতীয় অন্তর্ভুক্ত খরচসহ মোট খরচ দাঁড়ায় ১০,৩০৩ টাকা।
- ৬০১-১৪০০ সিসির পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন করতে শুধুমাত্র মালিকানা পরিবর্তনের জন্য ১১,২৭০ টাকা এবং যাবতীয় খরচসহ ১৪,২৭০ টাকার প্রয়োজন।
- আবার ১৪০১সিসি হতে ২০০০ সিসির গাড়ির মালিকানা পরিবর্তনে দরকার ২৩,৯২০ টাকা এবং এর যাবতীয় খরচ বাবদ প্রয়োজনীয় ফি'এর সংখ্যাটি দাঁড়ায় ২৮,৮১৮ টাকাতে।
- সর্বশেষ ২০০০ সিসি বা উচ্চ সিসির মালিকানা পরিবর্তন করতে ৪৬,৯২০ টাকা এবং বাকি অন্তর্ভুক্ত খরচ সহ ৫৫,২৬৮ টাকা প্রয়োজন।
গাড়ির মালিকানা পরিবর্তন চেক
বর্তমানে সড়ক পরিবহন আইন ২০১৮ অন্তর্ভুক্ত থাকতে প্রথমেই গাড়িকে আইনের বৈধতা দিতে হবে। এটি যদি পুরাতন গাড়ি হয় তবে এর মালিকানা পরিবর্তন করা জরুরী। সাধারণত বিআরটিএ অফিসে গিয়ে গাড়ি বা মোটরসাইকেল সংক্রান্ত সকল বিষয় সমাধান করা হয়। তাই গাড়ির মালিকানা পরিবর্তন করার জন্য প্রথম দিকে সবাই বিআরটিএ অফিসের দিকে ছুটে যেত।
তবে বর্তমান সময়ে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম অনলাইনে পূরণ করার মাধ্যমে বিআরটিএ অফিসে যাওয়ার অসুবিধা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। অনলাইনেই আবেদন ফরমটি রেজিস্ট্রেশন করার মাধ্যমে ঘরে বসেই ফরমের অনুমোদন প্রাপ্তি সম্পর্কে যাচাই বাছাই করা সম্ভব। তাই আপনার গাড়ির মালিকানা পরিবর্তন চেক করার জন্য কিংবা গাড়ির লাইসেন্স প্রাপ্তির জন্য বিআরটিএ অফিসের ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন এবং নিবন্ধন পরবর্তী যাচাই করতে পারেন।
মালিকানা পরিবর্তন চুক্তিপত্র
সাধারণত মালিকানা পরিবর্তনের চুক্তিপত্র সম্পদ হস্তান্তর কিংবা পৃষ্ঠপোষক বা কোম্পানির মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে অর্পণ করা হয়। গাড়ির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত সম্পূর্ণরূপে হস্তান্তর করা হয় কেননা গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য হয় বিক্রেতা গাড়িটি ক্রেতার নিকট হস্তান্তর করেন কিংবা উত্তরাধিকার সূত্রে গাড়ির মালিক তার উত্তরাধিকারীকে গাড়িটি হস্তান্তর করেন। এক্ষেত্রে আংশিক বলতে কোন প্রসঙ্গ থাকে না বিধায় কারী মালিকানার চুক্তিপত্রের পরিবর্তে গোটা দলিল প্রস্তুত করা হয়।
বাইকের মালিকানা পরিবর্তনের নিয়ম
পুরাতন বাইক কিংবা মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন কিছুটা পুরনো গাড়ির মালিকানা পরিবর্তনের নিয়মের মতোই। তবে পুরনো বাইকের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ছোটখাটো কিছু পার্থক্য রয়েছে যেমন গাড়ির তুলনায় বাইকের মালিকানা পরিবর্তনের খরচ তুলনামূলক কম। বাইকের মালিকানা পরিবর্তনের জন্য প্রথমেই বাইকের মালিকানা হস্তান্তরের ফরম পূরণ করতে হয়।
ফর্ম পূরণের পর প্রয়োজনীয় নিবন্ধনের দলিল ও অনুলিপি, ক্রেতা ও বিক্রেতার কয়েক কপি ছবি, বিক্রয়ের রশিদ, পরিচয় পত্রের ফটোকপি ও অন্যান্য প্রমাণপত্র ও ফলকনামা সহ একটি সাধারণের স্ট্যাম্পে এখনো মনা সহ চুক্তিপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিয়ে মালিকানা পরিবর্তন করে নিতে হয়।
লেখকের মন্তব্য
আশা করি আজকের পোষ্টের মাধ্যমে আপনারা পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন ফরম সম্পর্কে বিস্তারিত বিষয়বস্তু জানতে পেরেছেন। আজকের পোস্টটি আপনার ভালো লেগে থাকলে পোস্ট সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে বা আপনার গুরুত্বপূর্ণ কোন মতামত আমাদের জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পোস্টটি শেয়ার করার মাধ্যমে সকলকে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন সম্পর্কিত তথ্য জানার সুযোগ করে দিন।
ধন্যবাদ
মাহ্ফুজ আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url