সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি তার বিস্তারিত জানুন
সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি তার সম্পর্কে বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আজকের আমাদের মূল আলোচনার প্রেক্ষাপট। সাথেই আপনাদের জন্য এই আলোচনায় আরও থাকছে, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই আজকের পোস্টের সাথে থাকুন এবং পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন যেন সৌরজগৎ ও সৌরজগতের গ্রহ এবং উপগ্রহ সম্পর্কে বিশদ তথ্য পেতে পারেন।
আমাদের ভূমন্ডলীয় সকল বাস্তব এবং অবাস্তব তত্ত্ব সৌরজগতকে কেন্দ্র করে রয়েছে। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি তা সৌরজগতের ভূতাত্ত্বিক ব্যাখ্যার মধ্যে পাওয়া যাবে। তাই আজকের পোষ্টের মাধ্যমে সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি এবং সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত বিষয়বস্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের সৌরজগতের গ্রহ এবং উপগ্রহ সম্পর্কিত এই পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন।
ভুমিকা
আমাদের ভূ-মন্ডল তথা পৃথিবী সংবলিত এবং এর বহির্ভূত বসবাসযোগ্য ও বসবাসের অযোগ্য সকল গ্রহ এবং উপগ্রহ সহ আলোকবর্ষের প্রায় সমস্ত উপাদান সৌরজগতের ভেতরে অবস্থিত সৌরজগতের এক একটি উপাদান ও এ পৃথক পরিচয় হিসেবে গণ্য হয়। তাই সৌরজগৎ সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি জানার সাথে আমরা আরো জানবো সৌরজগত কি, সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি এবং সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি সেই সম্পর্কে।
সৌরজগত কি
মহাবিশ্বের অন্যতম নক্ষত্র সূর্য ও সূর্যকে পরিক্রমাকারী সৃষ্টি সংক্রান্ত বস্তু সমূহ সংযোজনে রচিত শৃঙ্খলা বা ব্যবস্থাকে সৌরজগত বলা হয়। প্রতিনিয়ত সৌরজগত সম্পর্কিত তথ্য নতুন রূপে সংযোজন ও সংস্করণ হতে থাকে। এখন পর্যন্ত বর্ণিত গবেষণা ও প্রকাশিত তত্ত্বের তথ্য দ্বারা সৌরজগতের মূল জাগতিক বস্তু সূর্যকে কেন্দ্র করে কিছু গ্রহ, অনেক সংখ্যক প্রাকৃতিক উপগ্রহকে সৌরজগৎ বলা হয়েছে।
অসংখ্য কৃত্রিম উপগ্রহ সহ অনেকগুলো গ্রহাণু, উল্কা ও ধুমকেতুর উপস্থিতি ও এদের চলমান প্রক্রিয়ার ব্যবস্থা নিয়ে প্রস্তুত হওয়া মর্ম কেও সৌরজগৎ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সৌরজগতের ভেতরে থাকা সকল গ্রহ গুলোর মধ্যে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ-রত অন্যান্য গ্রহ গুলোর তুলনায় একমাত্র পৃথিবী গ্রহটি বসবাসের জন্য উপযোগী হিসেবে বিবেচ্য হয়েছে।
মানবসহ পৃথিবীর সকল সৃষ্টি-জীব ভূ-মন্ডলীয় আবহাওয়াতে কোন প্রতিকূলতার মুখোমুখি হওয়া ছাড়া নির্বিঘ্নে বসবাস করছে। জ্যোতির্বিদ ও অন্যান্য গবেষকেরা তাদের গবেষণার মাধ্যমে অন্য সকল গ্রহে উপযুক্ততা খুঁজার চেষ্টায় রয়েছেন। তাই পৃথিবীর পরিচয় নিয়ে বলতে গেলেও তার উৎপত্তি কেন্দ্র সৌরজগৎ এর পরিচয় তথা সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি ইত্যাদি তথ্যাদি পরিব্যক্ত করা আবশ্যক। সৌরজগতের প্রায় সকল বস্তু সূর্যকে কেন্দ্র করে নিজের সজীবতা বজায় রাখছে।
সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে
আজ থেকে প্রায় ৪৫৭০ মিলিয়ন বছর পূর্বে অর্থাৎ প্রায় সাড়ে চারশত কোটি বছর পূর্বে সৌরজগতের অস্তিত্ব লিপিবদ্ধ করা হয়। প্রায় ৪৫৭০ মিলিয়ন বছর পূর্বে মহাকাশে বিশাল এক বেগের সামান্য পর্ব ধ্বংস হয়ে যাওয়ায় সৌরমন্ডল রচনা করা হয়। ধ্বংস হয়ে যাওয়া ভর গুলোর বেশিরভাগই মধ্যস্থলে পুঞ্জিভূত হয়ে সূর্য আবিষ্কৃত হয়।
সৌরজগৎ উদ্ভাবনের এই তত্ত্ব পরবর্তীতে নিকোলাস কোপার্নিকাস নামক একজন জ্যোতির্বিদ সংশোধিত অবস্থায় প্রমাণ করেন এবং তিনিই সৌরজগতের তত্ত্বকে সত্যতা দেয়ার সাথে সৌরজগতের কেন্দ্রস্থলে থাকা সূর্য নামক নক্ষত্রটির অবস্থানের সত্যতার বিবৃতি প্রদান করেছেন। নিকোলাস একজন জ্যোতির্বিদ হওয়ার সাথেই তিনি একজন গণিতবিদ, একজন বিজ্ঞানী এবং সর্বোপরি তাঁকে সৌরজগতের জনক বা আবিষ্কারক বলা হয়।
সৌরজগতের সকল গ্রহ, উপগ্রহ, উল্কা ইত্যাদি সবকিছুই নক্ষত্র কে কেন্দ্র করে উদ্ভব হয়েছে এবং নক্ষত্রকে কেন্দ্র করেই নিজ অক্ষে ঘুরপাক খাচ্ছে। সৌরজগতের আবিষ্কারের পর একে একে সৌরজগতের নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি বা সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি ইত্যাদি নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে।
সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি
সৌরজগতের মোট গ্রহ গুলোর মধ্যে বুধ গ্রহটি এর সবচেয়ে ছোট গ্রহ হিসেবে পরিচিতি। সৌরমন্ডলের সবচেয়ে ক্ষুদ্র গ্রহ বুধ গ্রহের গড় ব্যাস এর হিসাব প্রায় ৪৮৫০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সৌরজগতের এই ক্ষুদ্র গ্রহটির বৈজ্ঞানিক পরিভাষায় অভিধেয় বা নামমালার গল্প বা ইতিহাস বেশ চিত্তাকর্ষক ভাবে রচিত। তখনকার পর্বে প্রাচীন রোমান পূজ্য ব্যক্তির পরিচয়ক হিসেবে নাম ছিল মারকিউরি।
সেই সম্মানীয় ব্যক্তির নাম মারকিউরি এর সঙ্গে মিল রেখে পরবর্তীতে বুধ গ্রহের অভিধেয় করে মারকিউরি নাম নির্ধারণ করা হয়। তবে মারকিউরি, এই নামটি কেবল ইংরেজিতে প্রাধান্য পায় কারণ আমাদের অঞ্চলে অর্থাৎ আমরা বাংলাতে মারকিউরি এর বদলে এই গ্রহকে বুধ গ্রহ বলে জানি এবং বুধ বলেই পরিভাষন করা হয়।
বুধ গ্রহ সম্পর্কে আরও একটি চাঞ্চল্যকর তথ্য হলো বুধ গ্রহটি প্রথম পর্যায় থেকে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের পরিচিতি পায়নি। অর্থাৎ প্রথমদিকে বুধতে গ্রহের চেয়েও ক্ষুদ্রতম গ্রহ হিসেবে ধারণা করা হতো অন্য একটি গ্রহকে। শুরুর দিকে প্লেটো নামক একটি গ্রহকে সৌর মন্ডলের সবচেয়ে ছোট গ্রহ এর পরিচিতিতে আখ্যায়িত করা হতো।
তবে আয়তন ও ব্যাস এর দিক থেকে প্লেটো সবদিক থেকেই ছোট হলেও এর বৈশিষ্ট্য গুলো এবং সৌরজগতের গ্রহের বৈশিষ্ট্য গুলো সম্পূর্ণরূপে এক ছিলো না। তাই পরবর্তীতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন থেকে দেয়া তথ্য অনুযায়ী ২০০৬ সালে সকল বৈশিষ্ট্য একত্র করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্লুটোকে বামন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়.যার।
অর্থ দাঁড়ায় প্লুটো আর গ্রহ এর বিভাগে গ্রহ হিসেবে গণ্য হবে না। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটতম একটি গ্রহ অর্থাৎ সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে অবন্তিত হওয়া গ্রহ গুলোর মধ্যে ক্রমানুসারে বুধ গ্রহের অক্ষরেখা সূর্যের দিক থেকে সর্বপ্রথম দাঁড়িয়ে থাকে।
এ কারণে বুধ গ্রহটিকে একটি উত্তপ্ত গ্রহ হিসেবেও ধারণা করা হলেও এটি সৌরজগতের সবচেয়ে অধিক তাপমাত্রার বা উত্তপ্ত গ্রহ নয়। কারণ বুধ গ্রহটি সামগ্রিকভাবে তপ্ত গ্রহ হয়ে থাকলেও সময় পরিবর্তনের সাথে এর অভ্যন্তরীণ তাপমাত্রা পরিবর্তিত হতে থাকে। সূর্য লোকে মারকিউরি এর তাপমাত্রা ৪৩০° হয় এবং পরবর্তীতে অন্ধকার হলে এটি প্রায় ১৮০° তে নেমে আসে।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি
সৌরজগতের সর্বমোট এবং সকল পর্যায়ে গ্রহগুলোর মধ্যে আয়তন, ব্যাস ও অন্যান্য সকল দিক থেকে সবচেয়ে বড় গ্রহটি হল বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ সৌরমন্ডল এর একটি শক্তিশালী এবং বৃহত্তম গ্রহ। সৌরমণ্ডলের নীতিতে বৃহস্পতি গ্রহের অবস্থান হল সূর্য থেকে পঞ্চম পর্বে। আকার এবং আয়তনে বৃহস্পতি গ্রহের কোন মোকাবেলা করা যায় না।
বৃহস্পতি গ্রহ এমন এক গ্যাসীয় গ্রহ যার গড় ব্যাসার্ধ প্রায় ৬৯৯১১ কিলোমিটার এবং এই গ্রহের ব্যাস পৃথিবীর চেয়ে ১১ বার বৃহৎ আকারে রয়েছে। যেহেতু একটি গ্রহ এবং নক্ষত্র কখনো একই রকম হতে পারে না তাই গ্রহ এবং নক্ষত্রের কোন তুলনা করা হয় না। তবে বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে এটি এর কেন্দ্রবিন্দুর নক্ষত্রর তুলনায় এই গ্রহের ভর মাত্র ১ হাজার ভাগ নিম্নে রয়েছে ফলে এই গ্রহের নিজ অক্ষে প্রতিটি ঘূর্ণন কাল প্রায় এগারো বছরের সমান।
বৃহস্পতি গ্রহের সকল বৈশিষ্ট্য, আকার আয়তন এবং গুণাবলীর ভিত্তিতে এটির গ্রহরাজ নাম দেয়া হয়। বৃহস্পতি গ্রহ গ্যাস দানব বর্গের গ্রহ এবং এই গ্রহ একাই ৯৫ চাঁদ এর অধিপতি যার সম্পর্কে নিম্নের অনুচ্ছেদে বর্ণনা করা হবে। ইতোমধ্যে আমরা সৌরজগতের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট গ্রহ সম্পর্কে কিছু তথ্য জানলাম। এখন আমাদের আলোচনায় তুলে ধরা হবে সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি।
সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি
চমকের দিক থেকে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ হিসেবে শুক্র গ্রহকে ধারণা করা হয়। বহু মানুষের ধারণা সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল বস্তু হলো চাঁদ। তবে যদি বিস্তারিতভাবে গবেষণা করে দেখা যায় তবে সৌরজগতের উজ্জ্বল বস্তু বলতে চাঁদ জাতীয় কোন উপগ্রহ কিংবা গ্রহ কোনটিই নয়। এ সকল বস্তু নিজস্ব আলো বলতে কিছু নেই।
সৌরমণ্ডলের সকল বস্তু সূর্য কর্তৃক আলো পেয়ে সূর্যের কিরণে প্রতিফলিত হয়ে কিংবা বিকিরণ ছড়িয়ে নিজেকে প্রতিফলিত করে। তাই সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল বস্তু শুক্র গ্রহটি সূর্যের আলো সরাসরি পেয়ে সবচেয়ে বেশি আলোকিত হয়ে থাকে। শুক্র গ্রহ সরাসরি সূর্যের নিকটবর্তী কিংবা প্রথম গ্রহ নয় তবে এটি সূর্যের বরাবরে অবস্থান নেয়া দ্বিতীয় একটি গ্রহ যার অক্ষরেখা অনুযায়ী এটি সরাসরি সূর্য বরাবর নিজ রেখায় ঘুরপাক খেতে থাকে।
তাই সূর্যের তীব্র আলো শুক্র গ্রহের উপর পরে যার ফলে শুক্রবার তীব্রভাবে চমকালো দেখা যায়। তবে সূর্যের আলো এত মাত্রায় পাওয়ার পরেও এই গ্রীন হাউস ক্ষমতার জন্য শুক্র সৌরমণ্ডলের সবচেয়ে উষ্ণ গ্রহ। শুক্র গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহ হওয়ায় স্বাভাবতই এটি পৃথিবীর বোন হিসেবে পরিচিতি পায়। তাই প্রায় সময় শুক্রকে বেশ আলোকিত গ্রহ হিসেবে দেখা যায়।
পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি
সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর মধ্যে পৃথিবীর আগে এবং পিছে শুক্র এবং মঙ্গল এই দুটি গ্রহ রয়েছে। শুক্র এবং মঙ্গল পরস্পরই পৃথিবীর প্রতিবেশী হলেও দূরত্বের উপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে নিকট অবস্থান নিয়েছে শুক্র গ্রহ।
পৃথিবী হতে এবং মঙ্গল গ্রহ দুটির অবস্থান পরীক্ষায় পৃথিবী হতে শুক্র প্রায় ৪৩ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করে এবং পৃথিবী হতে প্রায় ৭৮ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে মঙ্গল গ্রহ। শুক্র গ্রহ একই সাথে পৃথিবীর সবচেয়ে স্বল্প দূরত্বে থাকা গ্রহ, সৌরমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল বা আলোকিত গ্রহ এবং এটি সূর্য থেকে দ্বিতীয় অক্ষে অবস্থান করে।
সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি
সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা বস্তুগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে আটটি গ্রহ, এছাড়া রয়েছে কিছু উল্কাপিণ্ড, ধুমকেতু গ্রহন ও অসংখ্য উপগ্রহ। জ্যোতির্বিজ্ঞানদের দ্বারা গণনা করার মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমান সময়ে সৌরজগতের প্রায় ২৪১ টি প্রাকৃতিক উপগ্রহের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে।
তবে সময় এর বিবর্তনে গণনা ও গবেষণার মাধ্যমে সৌরজগতের সকল তথ্যেরই বিবর্তন চলে আসতে থাকে। বর্তমানে চিহ্নিত ২১৪ টি উপগ্রহ গুলোর কিছু সংখ্যক উপগ্রহ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে। সৌরমন্ডলু এই আট গ্রহের অধীনস্থ থাকা উপগ্রহ গুলোর সংখ্যার তালিকা নিম্ন দেয়া হলো।
- সৌরজগতের সর্বশেষ প্রাপ্য তথ্য অনুযায়ী শনি গ্রহ এর অধীনস্থ উপগ্রহ সংখ্যা ৮২ টি।
- ৭৯ টি উপগ্রহ বৃহস্পতি গ্রহের অধীনে রয়েছে।
- ইউরেনাস গ্রহটি একাই ২৭ টি উপগ্রহের অধিপতি।
- নেপচুনের পৃথকভাবে রয়েছে ১৪ টি উপগ্রহ।
- মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা দুটি (০২)।
- সর্বশেষ পৃথিবীর কোলে রয়েছে একটি মাত্র উপগ্রহ। পৃথিবীর অধীনস্থ উপগ্রহটির নাম চাঁদ।
- এই তালিকাটির মধ্যে সৌরজগতের মোট আটটি গ্রহের সকল গ্রহগুলো নিজস্ব উপগ্রহ নেই তাই বুধ গ্রহ এবং শুক্র গ্রহ এই শুণ্য তালিকার মধ্যে পড়েছে।
- এছাড়াও সৌরজগতের বামন গ্রহ গুলোর মধ্যে প্লেটো হাউমেয়া, এরিস এবং মাকেমাকের নিজস্ব উপগ্রহ রয়েছে।
- বামন শাখার অন্তর্ভুক্ত গ্রহ প্লেটোর আছে পাঁচটি উপগ্রহ,
- হাউমেয়ার উপগ্রহ সংখ্যা ২টি,
- এরিস এর প্রাকৃতিক উপগ্রহ সংখ্যা ০১টি এবং
- মাকেমাকের অধীনে রয়েছে ০১টি উপগ্রহ।
- তাছাড়া ২০২১ সালের প্রকাশ হওয়া তথ্য অনুযায়ী পৃথিবীর পরিক্রমা কারি কৃত্রিম উপগ্রহ গুলোর আনুমানিক সংখ্যা প্রায় ৩৩৭২।
লেখকের মন্তব্য
আশা করি আজকের পোষ্টের মাধ্যমে আপনারা সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি তার বিস্তারিত বিষয়বস্তু জানতে পেরেছেন। আজকের পোস্টটি আপনার ভালো লেগে থাকলে পোস্ট সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে বা আপনার গুরুত্বপূর্ণ কোন মতামত আমাদের জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পোস্টটি শেয়ার করার মাধ্যমে সকলকে সৌরজগৎ ও সৌরজগতের গ্রহ এবং উপগ্রহ সম্পর্কে সকলকে জানার সুযোগ করে দিন।
ধন্যবাদ।
মাহ্ফুজ আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url