টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা - টাইগার মুরগির ভিটামিন তালিকা
আমরা অনেকেই টাইগার মুরগির পালন করে থাকি বা বাণিজ্যিকভাবে টাইগার মুরগী উৎপাদন করতে চাচ্ছি। যেভাবেই টাইগার মুরগী পালন করে না কেন টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। তাই আজকে আমরা আপনাদেরকে জানাবো টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে বিস্তারিত।
টাইগার মুরগির তুলনায় অনেক বেশি শক্তিশালী একটি মুরগির জাত। এ মুরগি পালন পদ্ধতি অনেক বেশি সহজ এবং টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আজকের আর্টিকেলে টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সহ আরও বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে। তাই টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা ও এ সম্পর্কিত ধারণা তথ্য সম্পর্কে জানতে হলে আজকের আর্টিকেলটি আপনাদেরকে সম্পূর্ণ পড়তে হবে।
ভূমিকা: টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
টাইগার মুরগির একটি বিশেষ জাতের মুরগি বর্তমানে আমাদের দেশে যার চাহিদা বেড়ে চলেছে। এই টাইগার মুরগি অনেক বেশি মোটা তাজা এবং নাদুসনুদুস হয়ে থাকে বিধায় এই মুরগি অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে মুরগির খামারিরা জায়গার মুরগি বাণিজ্যিকভাবে উৎপাদনে লাভবান হয়ে আসছে কারণ এ মুরগি ওজনে অনেক বেশি হয়ে থাকে। আপনারা যারা নতুন এবং টাইগার মুরগির খামার গড়ে তুলতে চান তাদেরকে অবশ্যই এই জায়গার মুরগি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে ধারণা রাখতে হবে।
আর এই জন্যই আমরা আজকে আপনাদেরকে টাইগার মুরগি কি কি খাবার খায়, টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা, টাইগার মুরগির ভিটামিন তালিকা, টাইগার মুরগি পালন পদ্ধতি, টাইগার মুরগি কতদিনে ডিম পাড়ে এছাড়াও টাইগার মুরগি চেনার উপায় সহ আরও বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই টাইগার মুরগির সম্পর্কিত এ সকল তথ্য সম্পর্কে জানতে হলে আপনাদেরকে আজকের পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে। তাহলে চলুন টাইগার মুরগী সম্পর্কে এ সকল তথ্য জেনে নেওয়া যাক।
টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
টাইগার মুরগি গুলোকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দেওয়া অত্যন্ত জরুরি। আপনারা অনেকেই টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে জানেন না। তাই আসুন আমরা টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে জেনে নেই:
বয়স+রোগের নাম+ভ্যাকসিনের নাম+প্রয়োগ পদ্ধতি
- এক থেকে তিন দিন+রানীক্ষেত+ব্রংকাইটিস আইবিডি+এনডি লাইভ চোখে ফোটা দিতে হবে।
- সাত থেকে নয় দিন+গামবোরো+আইবিডি+সরাসরি মুখে খাওয়াতে হবে।
- ষোল থেকে সতেরো দিন+রানীক্ষেত+লেসটা+সরাসরি চোখে ড্রপ দিতে হবে।
- আঠের থেকে বিশ দিন+গামবোরো+আইবিডি+সরাসরি খাবার পানিতে গুলে খাওয়াতে হবে।
- চব্বিশ থেকে আঠাশ দিন+এভিয়ান ইনফ্লুয়েঞ্জা+এভিয়ান ইনফ্লুয়েঞ্জা+কিল্ড+চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে।
- ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন +ফাউল পক্স+ফাউল পক্স+ডিএনএ লাইভ+ডানায় সুচ ফোটাতে হবে+
- ছয় থেকে সাত সপ্তাহ+রানীক্ষেত+এনডি+কিল্ড+ঘাড়ের চামড়া নিচে ইনজেকশন দিতে হবে
- আট সপ্তাহ+ফাউল কলেরা+ফাউল কলেরা+কিল্ড+ নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- নয় সপ্তাহ+ইনফেকশন করাইযা সালামলেনা+কিল্ড লাইভ+সরাসরি নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- বার সপ্তাহ+ফাউল কলেরা+ফাউল কলেরা+কিল্ড+নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- পনের থেকে ষোল সপ্তাহ+এভিয়ান ইনফ্লুয়েঞ্জা+ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা+ কিল্ড+ চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে।
- ষোল সপ্তাহ+করায়যা, সালমলিনা, ব্রংকাইটিস রানীক্ষেত+জি + এম বি + আইভি+কিল্ল্ড নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সাধারণত বিভিন্ন ধরনের কোম্পানি অনেক ধরনের ভ্যাকসিন বাজারে বাজারজাত করে। তাই মুরগির রোগের নাম অনুসারে ভ্যাকসিন সিলেক্ট করতে হবে এবং যাতে কোনভাবে ভুল ভ্যাকসিন দেওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও ভ্যাকসিন দেওয়ার পূর্বে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যাতে অভিজ্ঞ বিশেষজ্ঞ পশুপাখির ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন গুলো প্রদান করা হয়।
টাইগার মুরগির ভিটামিন তালিকা
আপনারা যারা টাইগার মুরগির ওষুধের তালিকা সম্পর্কে জানতে চান তারা সঠিক জায়গায় এসেছেন কারণ আজকের আর্টিকেলের এই পর্বে আমরা আপনাদেরকে টাইগার মুরগির ভিটামিন তালিকা সম্পর্কে জানাবো। এক্ষেত্রে দেখা যায় টাইগার মুরগী গুলো মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ছে। তাই টাইগার মুরগির স্বাভাবিক বৃদ্ধির জন্য তাদেরকে সঠিক সময় ভিটামিন দেওয়া অত্যন্ত জরুরি। তাই আর দেরি না করে আসুন আমরা জেনে নেই টাইগার মুরগির ভিটামিন তালিকা সম্পর্কে বিস্তারিত:
টাইগার মুরগির বাচ্চা জন্মগ্রহণের প্রথম দিন lisovet ভিটামিন ২ মিলি এক লিটার পরিমাণ পানিতে গুলিয়ে মুরগিকে খাওয়াতে হবে। এবং এরপর থেকে প্রত্যেকদিন সকালবেলা Amoxicol care এক গ্রাম এবং Cosmixplus ২ গ্রাম এক লিটার পরিমাণ পানিতে মিশিয়ে সকালে টাইগার মুরগী গুলোকে খেতে দিতে হবে। এছাড়াও প্রথম দিনে দুপুরবেলা জায়গার মুরগিগুলোকে Amoxicol care - 1gm,Cosmixplus-2gm, Vita-3 gm, Tow Plus- 1ml ঔষধ গুলো এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। রাতের বেলা Amoxicol care - 1gm,Cosmixplus-2gm এবং এর সাথে Ad3e-1 ml এই তিনটি ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে মুরগি গুলোকে খাওয়াতে হবে। এছাড়াও এই সময়ে মুরগি গুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরী যাতে করে তারা সুস্থ-সামরিকভাবে বেড়ে উঠতে পারে।
এরপর থেকে সাত থেকে ১০ দিন সময়ের মধ্যে প্রত্যেকদিন সকালবেলা মুরগিগুলোকে Oravita 1gm ১ লিটার পরিমাণ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে এবং দুপুরবেলা Glucolyte 1gm ঔষধ দিয়ে এক লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে।
এর পরবর্তী সময়ে মুরগিগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করে মুরগিগুলোর ভ্যাকসিন এবং ঔষধ সময়মতো দিতে হবে। এক্ষেত্রে কোনো সমস্যা মনে হলে অবশ্যই অভিজ্ঞ পশুপাখির ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।
টাইগার মুরগি পালন পদ্ধতি
অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এই মুরগির মাংসের পরিমাণ বেশি হওয়ায় বর্তমানে খামারিরা বাণিজ্যিকভাবে টাইগার মুরগি পালন করতে চান আবার আমরা অনেকেই বাড়িতে জায়গার মুরগি পালন করতে চাই। টাইগার মুরগি পালন পদ্ধতি ঝামেলা বিহীন এবং অনেক সহজ।তবে আমরা যেভাবেই টাইগার মুরগি পালন করে না কেন টাইগার মুরগী পালন পদ্ধতি সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। আসুন আমরা টাইগার মুরগী পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেই:
- যে কোন মুরগি পালন করার ক্ষেত্রে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হল মুরগি গুলোকে খোলা জায়গায় রাখতে হবে।
- মুরগি গুলোকে জীবাণুমুক্ত রাখতে চাইলে মুরগির থাকার জায়গা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- মুরগিগুলোকে নিয়মিত সকাল সন্ধ্যা খাবার দিতে হবে।
- টাইগার মুরগি গুলো জাতের ঘোরাফেরা করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- তাছাড়া টাইগার মুরগী গুলো যেন অসুস্থ হয়ে না পড়ে তার জন্য সঠিক সময়ে ভ্যাকসিন সিডিউল মেনে টাইগার মুরগি গুলোকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে আর তা না করলে মুরগিগুলো খুব সহজেই রোগ তারা আক্রান্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে যদি একটি মুরগির রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে তাহলে পর্যায়ক্রমে অন্যান্য মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে পড়বে তাই সঠিক সময়ে দেওয়া অত্যন্ত জরুরী বিষয়।
এ সকল বিষয়গুলো মাথায় রেখে টাইগার মুরগি পালন করলে মুরগিগুলো সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং এর ফলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যাবে।
টাইগার মুরগি কত দিনে ডিম পাড়ে
মূলত টাইগার মুরগি পালন পদ্ধতি অত্যন্ত সহজ এবং এই মুরগিগুলো অনেক বেশি ডিম দিয়ে থাকে। তাই আমরা অনেকেই টাইগার মুরগি পালন করতে চাই। এই মুরগি গুলো সাধারণত বছরের ১৬০ থেকে ১৮০ টি ডিম দিয়ে থাকে। এবং এরা দুই থেকে আড়াই বছর পর্যন্ত ডিম পাড়ে। যখন এই মুরগিগুলোর বয়স ৫ থেকে ৬ মাস তখন থেকেই মূলত এই মুরগিগুলো ডিম পাড়তে শুরু করে। বর্তমানে বাজারে ৭৫ থেকে ৯০ টাকা পর্যন্ত টাইগার মুরগির বাচ্চা বিক্রয় হয়ে থাকে। তবে এই মুরগিগুলোর বয়স, ওজন এবং মাংসের তারতম্যের উপর ভিত্তি করে বিভিন্ন এলাকায় এই মুরগিগুলো বিভিন্ন দামে বিক্রয় হতে দেখা যায়। আপনারা যদি বাণিজ্যিকভাবে এই মুরগি গুলো উৎপাদন করেন তাহলে অনেক বেশি লাভবান হতে পারবেন।
টাইগার মুরগি চেনার উপায়
বাংলাদেশ শহর পৃথিবীর বিভিন্ন জায়গায় সাধারণত কয়েক শত ধরনের মুরগির জাত রয়েছে। টাইগার মুরগি সাধারণত অন্যান্য মুরগির তুলনায় আলাদা বৈশিষ্ট্যের হয়ে থাকে। আপনারা অনেকেই টাইগার মুরগি চেনার উপায় সম্পর্কে জানতে চান। আসুন আমরা টাইগার মুরগি চেনার উপায়গুলো জেনে নেই:
- টাইগার মুরগি সাধারণত অন্যান্য মুরগির তুলনায় আকারে বড় হয়ে থাকে এবং এদের পা অনেক বেশি শক্ত হয়ে থাকে।
- এ টাইগার মুরগির লাল কালো ধূসর এবং কখনো কখনো বিভিন্ন কালারের মিশ্রণের রঙের হতে পারে।
- টাইগার মুরগির অন্যান্য মুরগির তুলনায় বড় আকৃতির হয়ে থাকে এবং এই মুরগির মাথাও কিছুটা বড় হয়।
- অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিগুলো একটু আলাদা ধরনের হয়ে থাকে।
- অনেক দ্রুত বড় হয় এবং এর মধ্যে গুলো অ্যাপ বা দেড় মাসের মধ্যেই এক থেকে দেড় কেজি ওজনের হয়ে থাকে।
মূলত এই সকল বৈশিষ্ট্য গুলো টাইগার মুরগির ভেতরে লক্ষ্য করা যায়। মুরগির মধ্যে দেখলে বুঝবেন এটি টাইগার মুরগি।
শেষ কথা: টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
আজকের আর্টিকেলটি যদি আপনারা সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে টাইগার মুরগির সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আশা করছি আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন।
মাহ্ফুজ আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url